ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় আইনজীবী সমিতির সভাপতি অনুপ, সম্পাদক সাঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
কুষ্টিয়ায় আইনজীবী সমিতির সভাপতি অনুপ, সম্পাদক সাঈদ

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ২১১ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন কুষ্টিয়ার সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দি। তার প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা সিনিয়র অ্যাডভোকেট আব্দুল জলিল পেয়েছেন ১০৫ ভোট। 
 

সাধারণ সম্পাদক পদে ২০৬ ভোট পেয়ে  অ্যাডভোকেট শেখ মো. আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সিনিয়র অ্যাডভোকেট আকরাম হোসেন দুলাল পেয়েছেন ৮৯ ভোট এবং ২১৪ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম।

তার প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কাজী এমদাদুল হক তারা পেয়েছেন ১৩৮ ভোট।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। মোট ৩৮৪ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৩৭০ জন।  

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।