ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের বার আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, মার্চ ১, ২০২০
শাহজালাল বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের বার আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের বার আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি ওজনের স্বর্ণের বার আটক করেছে কাস্টমস গোয়েন্দা।

রোববার (০১ মার্চ) বেলা ১১টার দিকে সিভিল অ্যাভিয়েশনের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-১১ চেকিং পয়েন্টে ঢাকা থেকে কলকাতাগামী ইউএস বাংলা এয়ারলাইনসের (ফ্লাইট নম্বর বিএস ২০১) যাত্রী মো. পাশার (পাসপোর্ট নম্বর-ইই-০১৩৭৫৪৬) চলাফেরায় সন্দেহ হলে তার ব্যাগ ও দেহ তল্লাশি করা হয়।

তল্লাশির পর প্রাথমিকভাবে জুতার ভেতর থেকে ১৪টি সোনার বার জব্দ করা হয়।

পরে পুরো দেহ তল্লাশি করে আরও একটি সোনার বার উদ্ধার করা হয়। অর্থাৎ মোট ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়, যার ওজন ১৫শ’ গ্রাম বা দেড় কেজি। উদ্ধার স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

আটক স্বর্ণের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ০১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।