ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় হুন্ডির ৯ লাখ টাকাসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, মার্চ ২, ২০২০
শার্শায় হুন্ডির ৯ লাখ টাকাসহ আটক ১

বেনাপোল (যশোর): শার্শা উপজেলার জেলে পাড়া থেকে হুনডির ৯ লাখ টাকাসহ শফিকুল ইসলাম (৪৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার ( ১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত আসামি  শার্শা থানার শিকারপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের সুবেদার লাল মিয়া রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে  শার্শার জেলে পাড়ায় অভিযান চালিয়ে হুন্ডির ৯ লাখ  টাকাসহ শফিকুলকে আটক করা হয়।  

আটক আসামির বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়ঃ ০৭১২ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।