ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করতে সাইকেল র‌্যালি 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, মার্চ ২, ২০২০
মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করতে সাইকেল র‌্যালি 

বেনাপোল (যশোর): মরণোত্তর চক্ষুদানে উৎসাহিত করতে ভারতীয় সাত সদস্যের একটি দল সাত দিনের ভ্রমণে বাংলাদেশে এসেছেন।

ভারতীয় এ্যাপেক্স ক্লাবের সৌজন্যে একটি বাইসাইকেল র‌্যালি নিয়ে তারা সোমবার (২ মার্চ)  দুপুরে ভারতের পেট্রাপোল ও বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনিষ্ঠানিকতা শেষ করে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

র‌্যালির ক্যাপ্টেন শংকর রক্ষীত জানান, ভারতের প্রতিবেশী ও বন্ধু প্রতীম দেশ বাংলাদেশ।

মানবিক মূল্যবোধ থেকে তাই তারা এ ধরনের প্রচারে বাংলাদেশে এসেছেন। এখানকার গ্রাম-গঞ্জ ও শহরে তারা প্রচারণা চালাবেন। এ প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হবে। আগামী ০৯ মার্চ তারা প্রচারণা শেষে ভারত ফিরবেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের তদন্ত অফিসার মহাসিন বলেন, ভারতীয় র‌্যালি ইমিগ্রেশনে পৌঁছালে তাদের সব ধরনের সহযোগিতা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।