ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

না'গঞ্জে চোরাই তেলসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মার্চ ২, ২০২০
না'গঞ্জে চোরাই তেলসহ আটক ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে দুই হাজার লিটার চোরাই তেলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (২ মার্চ) বিকেলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী। আটকরা হলেন- তারা মিয়া (৩৫), লিটন (৩৯) ও হোসেন (৩৪)।

 

এর আগে দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইলে বার্মাস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ ড্রাম ভর্তি দুই হাজার লিটার চোরাই ডিজেল তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার লাখ ৩০ হাজার টাকা। এ সময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আটকরা বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানি তেল সংগ্রহ ও মজুদ করে কেনাবেচা করে আসছে।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো। ওই এলাকায় ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ডিপো থেকে প্রতিদিন শত শত তেলের লরি তেলভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যায়। এ সেন্ডিকেটের কাছে কিছু অসাধু লরির চালক ও হেলপার নাম মাত্র মূল্যে তেলভর্তি লরি থেকে চুরি করে তেল বিক্রি করে। চোরাই চক্র এ তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এ তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিনের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। এ চোরাই সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ০২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।