ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে কবর থেকে কঙ্কাল চুরি 

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২০ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
ধামরাইয়ে কবর থেকে কঙ্কাল চুরি 

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে একটি কবরস্থান থেকে তিনটি কঙ্কাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে কবরস্থানের পাশেই একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে আরও একটি কঙ্কাল। 

বুধবার (০৪ মার্চ) রাতে বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন বিষয়টি জানান।  

স্থানীয় কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক রাসেল মোল্লা বলেন, বালিয়া কেন্দ্রীয় কবরস্থানে পুরাতন কবর থেকে তিনটি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।

একটি কঙ্কাল গাছে ঝুলানো অবস্থায় পাওয়া গেছে। পরে তা ফের কবরে রেখে মাটি চাপা দেওয়া হয়েছে।  

‘আমরা ধারণা করছি, দেশের বিভিন্ন মেডিক্যাল শিক্ষার্থীদের পড়াশোনার জন্য কঙ্কালের প্রয়োজন হয়। আর এই সুযোগে একটি চক্র কবর থেকে কঙ্কাল চুরি করে বিক্রি করে থাকে,’ বলেন তিনি।  

উল্লেখ্য, সম্প্রতি ধামরাইয়ের বালিয়া কবরস্থানে চারটি কবর খুড়ে রাখা ও একটি কঙ্কাল গাছে ঝুলে থাকতে দেখেন স্থানীরা।

বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ হোসেন বাংলানিউজকে বলেন, কঙ্কাল চুরি হওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।  কঙ্কাল চোরদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।  

বাংলাদেশ সময়: ০৫১৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।