ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মদ-বিয়ারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
রাজধানীতে মদ-বিয়ারসহ আটক ২

ঢাকা: রাজধানীর বনানীর পূজা মাঠ এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হানিফ মিয়া (২৮) ও মিরাজ হোসেন ওরফে হৃদয় (২৩)।

সাজেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে বনানী পূজা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে  ৪৬ বোতল বিদেশি মদ ও ১৪৪ ক্যান বিয়ার বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

র‌্যাব জানায়, আসামিরা ভোলা থেকে বিপুল পরিমাণ বিয়ার ও মদ সংগ্রহ করে প্রাইভেটকারের মধ্যে বিশেষ কায়দায় বহন করে ঢাকাসহ আশপাশের এলাকার ডিলারদের কাছে বিক্রয় করে থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএমআই/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।