ঢাকা, শুক্রবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নজর রাখছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, মার্চ ৮, ২০২০
মুজিববর্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নজর রাখছে সরকার

নওগাঁ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সম্মানিত অতিথি। তার আগমনকে কেন্দ্র করে যাতে কেউ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেদিকে নজর রাখছে সরকার।

রোববার (০৮ মার্চ) দুপুরে ধামইরহাট থানা চত্বরে মন্ত্রীর হাত থেকে ফুল নিয়ে আত্মসমর্পণ করেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত দুই বছরে সীমান্তে হত্যা বেড়েছে।

এমন পরিস্থিতি জিরো টলারেন্সে আনতে বিজিবি তথা সরকার কাজ করে যাচ্ছে।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, দেশ এখন উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। এখন দেশে কাজের কোনো অভাব নেই। আপনারা মাদক ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কাজ করেন। সরকার আপনাদের সু-ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ।

এসময় ৫৬ জন মাদক ব্যবসায়ী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে আত্মসমর্পন করেন।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, নওগাঁ- ২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, ইসরাফিল আলম এমপি, ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, রাজশাহী অঞ্চলের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার, জেলা প্রশাসক হারুন আর রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া উপস্থিত ছিলেন।

এর আগে, ধামইরহাট থানা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।