সম্প্রতি দেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সে কারণে ঝুঁকি কমাতে চলমান লালন স্বরণোৎসবের মঙ্গলবার (১০ মার্চ) তৃতীয় ও শেষ দিনের আলোচনা সভা স্থগিত করেছেন জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. আসলাম হোসেন।
লালন একাডেমি সূত্রে জানা যায়, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে এবারের আলোচনা সভার তৃতীয় দিনের অনুষ্ঠানমালার মধ্যে শুধুমাত্র আলোচনা সভা স্থগিত করা হয়েছে। তবে মেলা চলবে গভীর রাত অবধি। মঙ্গলবার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
লালন মাজারে খাদেম মোহাম্মদ আলী জানান, সাঁইজির জীবদ্দশায় তিনি সাধুদের নিয়ে দোল পূর্ণিমায় সাধুসঙ্গ করতেন। এরই ধারাবাহিকতায় আমরা সাধুসঙ্গ করি। সাধুদের মূল অনুষ্ঠান শেষ হয়েছে সোমবার (০৯ মার্চ) দুপুরে পূন্যসেবার মধ্য দিয়ে। এর পরেই সাধুরা তাদের নিজ নিজ গন্তব্যে ফিরে গেছে। সাধুদের কার্যক্রমের সঙ্গে মেলা ও আলোচনা সভার কোনো সম্পর্ক নেই।
কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মো. আসলাম হোসেন বলেন, করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে আমরা লালন স্বরণোৎসবের তৃতীয় ও শেষ দিনের আলোচনা সভা স্থগিত করেছি। আমরা ইতোপূর্বে বিদেশিদের আগমনে নিরুৎসাহিত করেছি। সেই সঙ্গে জনসচেতনতা সৃষ্টি করছি। যেহেতু আলোচনা সভায় অনেক মানুষের সমাগম ঘটে এজন্য আমরা ঝুঁকি নিচ্ছি না।
এদিকে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে লালন মেলায় আলোচনা সভা বন্ধ করলেও চলছে কুষ্টিয়ার পুনাক আয়োজিত বাণিজ্য মেলা। লালনের পাশাপাশি প্রতিদিনই জনসমাগম হচ্ছে এ বাণিজ্য মেলায়।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
আরএ