ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিক্ষার্থীদের অংশগ্রহণে কুড়িগ্রামে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
শিক্ষার্থীদের অংশগ্রহণে কুড়িগ্রামে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া কুড়িগ্রামে শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ‘দুর্যোগ ঝুঁকিহ্রাস পূর্বপ্রস্তুতি টেকসই উন্নয়নে আনবে গতি’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুতি দিবস।

মঙ্গলবার (১০ মার্চ) দিবসটি উপলক্ষে শহরের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের মাঠে দমকল বাহিনীর সহযোগিতায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা প্রশাসন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এ মহড়ার আয়োজন করে।

এ সময় আলোচনায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীল, খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রীতা রানী দেব, কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক মনোরঞ্জন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২০
এফইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।