ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফকিরহাটে ট্রলিচাপায় নারী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
ফকিরহাটে ট্রলিচাপায় নারী নিহত, আহত ২

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুকদারা এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ট্রলিচাপায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুইজন। 

মঙ্গলবার (১০ মার্চ) রাতে খুলনা-মোংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে বালুবোঝাই একটি ট্রলি কাটাখালি থেকে মোংলা যাচ্ছিল।

পথে ট্রলিটি শুকদারা এলাকায় এলে ওই মহাসড়ক পাড় হওয়া তিন জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু ও আহত হন দু’জন। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।  এ ঘটনায় ঘাতক ট্রলিটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।