বুধবার (১১ মার্চ) দুপুরে তার আয়োজনে নড়াইলের সীমান্তবর্তী এলাকার লাহুড়িয়ায় এক ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে উপজেলা প্রশাসনকে এ নির্দেশ দেন মাশরাফি।
ভিডিও কনফারেন্সে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল মৈত্র মাদক নির্মূল সম্পর্কে আগ্রগতির কথা তুলে ধরে বলেন, আগের তুলনায় নড়াইলে মাদকের ব্যবহার অনেকটা কমেছে।
একথা শুনে মাশরাফি বলেন, আপনারা কেন মাঝে মাঝে মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালাচ্ছেন। মাদকের বিরুদ্ধে ঘণ্টায় ঘণ্টায় অভিযান চালাতে হবে। দিনের বেলায় অভিযান হবে, রাতের বেলায়ও হবে। প্রধানমন্ত্রী যেখানে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সেখানে আমাদের উচিত প্রাধনমন্ত্রীকে সহযোগিতা করা। যারা মাদকের সঙ্গে জড়িত তাদের কোনো দল নেই, তাদের কোনো পরিচয় নেয়। তাদের একটাই পরিচয় সেটা হল তারা দেশের শত্রু, সমাজের শত্রু।
মাশরাফি আরও বলেন, মাদকের কারণেই সমাজে চুরি-ডাকাতি বাড়ছে। মাদকের কারণেই বেড়েছে দুর্নীতি ও ধর্ষণ।
এসময় উপস্থিত ছিলেন- লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান, লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দাউদ হোসেন, লাহুড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম, শিক্ষক মহিউদ্দিন আহম্মেদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
আরএ