ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাজেকের কংলাক পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
সাজেকের কংলাক পাহাড় থেকে পড়ে পর্যটকের মৃত্যু

রাঙামাটি: ভ্রমণপ্রিয়দের অন্যতম গন্তব্য রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক পাহাড় থেকে পড়ে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক পর্যটকের মত্যু হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামের গণি মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার সকালে কিশোরগঞ্জ থেকে ব্যবসায়ী সমিতির ব্যানারে ৮০ জন সদস্যর একটি দল বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ভ্রমণে যান। সারাদিন ঘোরাঘুরি শেষে বিকেলে দলটি কংলাক পাহাড়ে ওঠে।

এসময় পর্যটক রফিকুল হঠাৎ করে পাহাড় থেকে গভীর খাদে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাফিল মজুমদার বলেন, নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে মরদেহ বুঝে নেওয়ার জন্য।  

এ ঘটনায় সাজেক থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।