ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
মেহেরপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মেহেরপুর: জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর- বাস্তবায়নের লক্ষ্যে মেহেরপুর জেলাব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার সময় এক যোগে জেলার শতাধিক স্পটে এ অভিযান শুরু হয়।

মেহেরপুর জেলা প্রশাসকের অফিস চত্বরে এ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি।

এসময় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

একই সময়ে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানের নেতৃত্বে উপজেলা চত্বরে এ অভিযান শুরু হয়।  

এসময় সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মোহা আবু জাফর, সমবায় অফিসার মাহাবুবুর রহমান, শিক্ষা অফিসার আতাউল হক, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক সুপারভাইজার হাবিবুর রহমানসহ বিভিন্ন বেসরকারি (এনজিও) ও সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গাংনী উপজেলার ৮টি স্পটে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর।  

এদিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, জেটিএস, জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেন।

এছাড়া মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনির নেতৃত্বে মুজিবনগর উপজেলা চত্বরে এ অভিযানের শুরু হয়েছে।

জেলা প্রশাসক আতাউল গনি জানান, জেলার তিনটি উপজেলার প্রতিটি স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান আজ পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছায় অংশ নিচ্ছে। সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ১৪, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।