শনিবার (১৪ মার্চ) সকাল ৯টার সময় এক যোগে জেলার শতাধিক স্পটে এ অভিযান শুরু হয়।
মেহেরপুর জেলা প্রশাসকের অফিস চত্বরে এ অভিযান উদ্বোধন করেন জেলা প্রশাসক আতাউল গনি।
একই সময়ে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমানের নেতৃত্বে উপজেলা চত্বরে এ অভিযান শুরু হয়।
এসময় সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক মোহা আবু জাফর, সমবায় অফিসার মাহাবুবুর রহমান, শিক্ষা অফিসার আতাউল হক, সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক সুপারভাইজার হাবিবুর রহমানসহ বিভিন্ন বেসরকারি (এনজিও) ও সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গাংনী উপজেলার ৮টি স্পটে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর।
এদিকে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, জেটিএস, জৌতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরাও এ কর্মসূচিতে অংশ নেন।
এছাড়া মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনির নেতৃত্বে মুজিবনগর উপজেলা চত্বরে এ অভিযানের শুরু হয়েছে।
জেলা প্রশাসক আতাউল গনি জানান, জেলার তিনটি উপজেলার প্রতিটি স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান আজ পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছায় অংশ নিচ্ছে। সরকারের এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করায় সবাইকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ১৪, ২০২০
আরএ