ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে ট্রলিচাপায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
পলাশবাড়ীতে ট্রলিচাপায় ব্যবসায়ী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে শ্যালোইঞ্জিন চালিত ট্রলির চাপায় সেকেন্দার আলী (৫৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে পৌর শহরের কালুগাড়ী পানহাটী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সেকেন্দার আলী জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল গাছুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেকেন্দার আলী পেশায় একজন পান ব্যবসায়ী। পান বিক্রির জন্য ভোরে তিনি পলাশবাড়ী পানহাটে আসেন। সকাল ১১টার দিকে পানহাটী সংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়ক পারাপারের সময় ঘোড়াঘাট থেকে পলাশবাড়ীমুখী মাটিবাহী একটি ট্রলি সেকেন্দারকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত
ঘোষণা করেন।

পলাশবাড়ী থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানা নেওয়া
হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।