ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় বন্দুক-গুলিসহ আটক ২, অস্ত্র তৈরির কারখানার সন্ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
হাতিয়ায় বন্দুক-গুলিসহ আটক ২, অস্ত্র তৈরির কারখানার সন্ধান

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর এলাকায় অভিযান চালিয়ে বন্দুক, গুলিসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (রর‌্যাব) সদস্যরা। এছাড়া বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জামসহ একটি কারখানার সন্ধান পাওয়া গেছে।

রোববার (১৫ মার্চ) ভোর থেকে সকাল পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানটির নেতৃত্ব দেন র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী।

 

আটকরা হলেন- বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৫৬)। তারা দু’জনেই বয়ারচরের বাসিন্দা।

র‌্যাব জানায়, অস্ত্র কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে প্রথমে হাতিয়ার বয়ারচরে অভিযান চালায় র‌্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ও সিপিসি-৩ লক্ষ্মীপুর। এসময় এক দু’টি নলা বন্দুক, দু’টি এলজি, একটি রাউন্ড গুলিসহ বাবুল ও আনোয়ারকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারের রায়হান ওয়ার্কশপে অভিযান চালিয়ে গুলিসহ বিপুল পরিমাণে অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। ওয়ার্কশপটির একটি কক্ষ তারা অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করেন।

র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বাংলানিউজকে জানান, রামগতি বাজারে রায়হানের ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করা হয়। ওই অস্ত্রগুলো চরের বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর কাছে বিক্রি করা হয়। আটকদের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।