ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
বেগমগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ২

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কুতুবুপুর এলাকা থেকে অস্ত্র-গুলিসহ ফয়েজ (২৯) ও শাকিল (২৪) নামে দুই যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

সোমবার (১৬ মার্চ) দুপুরে তাদের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- চৌমুহনী পৌর হাজীপুর ৯ নম্বর ওয়ার্ডের তোফায়েল আহম্মদের ছেলে ফয়েজ ও দুর্গাপুর ইউনিয়নের দোকানঘর এলাকার শাকিল।

  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ মার্চ) দিনগত রাতে ওই এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ফয়েজ ও শাকিলকে গ্রেফতার করা হয়। সেসময় ওই ঘরে তল্লাশি করে দেশীয় তৈরি একটি পাইপগান ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।  

নোয়াখালী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আশিকুর রহমান বাংলানিউজকে জানান, গ্রেফতার ওই দুই যুবকের নামে অপহরণ, হত্যাসহ বিভিন্ন ঘটনায় থানায় একাধিক মামলা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।