ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দিল্লিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
দিল্লিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

ঢাকা: নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।

মঙ্গলবার (১৭ মার্চ) হাইকমিশনের চ্যান্সারি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান।

পরে হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে হাইকমিশনার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পাস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহম্মদ ইমরান বলেন, ১৯৭৫ সালে ঘাতকদের হাতে বঙ্গবন্ধু অকালে জীবন হারিয়েছেন। তবে তার জীবনের আদর্শ আমাদের জন্য অনুপ্রেরণা।

তিনি আরও বলেন, জাতির জনকের স্বপ্ন ও আদর্শ আমাদের শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, তারা যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব দিতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
টিআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।