শুক্রবার (২০ মার্চ) বিকালে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসক-নার্সরাও ভয় পাচ্ছেন।
এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে থেকে সহকারী হিসেবে রোগীদের থাকা-খাওয়াসহ তাদের সেবায় নিয়োজিত থাকার ইচ্ছা পোষণ করেন।
এমপি কমল করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে এ ভাইরাস সংক্রমণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, মরণব্যাধী করোনাভাইরাস প্রতিরোধে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগ কক্সবাজার ও রামুতে আইসোলেশন এবং কোয়েরেন্টিন ইউনিট প্রস্তুত রেখেছে।
এছাড়া জেলায় প্রয়োজনীয় ইউনিট, চিকিৎসক, নার্স, চিকিৎসা সামগ্রী ও মাস্ক-পিপিই মজুদ রাখার পাশাপাশি বিকল্প হিসেবে আবাসিক হোটেল, স্টেডিয়াম, আশ্রয়ণ কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত রাখা হয়েছে। বিদেশ থেকে যারা আসছেন তাদেরকে সরকারের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান এমপি কমল।
বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এসবি/এসি/টিসি