ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

করোনা আতঙ্কে পেঁয়াজের দাম বেশি রাখায় ২২ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
করোনা আতঙ্কে পেঁয়াজের দাম বেশি রাখায় ২২ লাখ টাকা জরিমানা

ঢাকা: দেশজুড়ে করোনা আতঙ্কের সুযোগে কয়েকগুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে ১৪টি প্রতিষ্ঠানকে সাড়ে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) সকাল থেকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে যাত্রাবাড়ীর পেঁয়াজের আড়তে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। একইসঙ্গে ৫ ব্যবসায়ীকে ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সারোয়ার আলম বলেন, করোনার কারণে জনগণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তাদের মধ্যে একসঙ্গে কয়েকমাসের বাজার করার প্রবণতা দেখা গেছে। এই সুযোগে কিছু ব্যবসায়ী পণ্যের দাম ৩-৪ গুণ বাড়িয়ে বিক্রি করা শুরু করেছে।

তিনি জানান, পেঁয়াজের পাইকারি বাজারে গত বুধবার ও বৃহস্পতিবার প্রতি কেজি ২৮ থেকে ৩১ টাকায় বিক্রি হচ্ছিলো। আর শুক্রবার তারা  এই পেঁয়াজ বিক্রি করেছেন ৬৫ থেকে ৬৮ টাকা কেজি। খুচরা বাজারে বিক্রি হচ্ছিলো ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে। অথচ বর্তমানে পেঁয়াজের সিজন। দেশে মজুদ পর্যাপ্ত থাকার পরও ব্যবসায়ী, আড়ৎদার মিলে দাম বাড়িয়ে দিয়েছেন। এসব অভিযোগে এখন পর্যন্ত ১৪টি প্রতিষ্ঠানকে ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ৫ জনকে ৬ মাস থেকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সারওয়ার আলম বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, যারা এই করোনা ভাইরাস বা মানুষের অতিরিক্ত কেনাকাটার সুযোগকে কাজে লাগিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসা হবে। জনগণ ও ক্রেতাদের অনুরোধ করবো আপনারা একসঙ্গে ২-৩ মাসের বাজার করবেন না। আমরা পাইকারি খুচরা বাজারে নিয়মিত অভিযান চালাচ্ছি। কে কত টাকা নিচ্ছে তা নজরদারি করছি।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
পিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।