ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাচ্ছেন বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
প্রধানমন্ত্রী বঙ্গভবনে যাচ্ছেন বিকেলে

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে শনিবার (২১ মার্চ) বিকেলে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রপতির প্রেস উইং থেকে বলা হয়, শনিবার বিকেল ৫ টায় সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবন যাবেন প্রধানমন্ত্রী।

সারা বিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস মহামারির বিরুদ্ধে লড়ছে বাংলাদেশ।

এ পর্যন্ত বাংলাদেশে অন্তত ২৪ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন দুইজন।

এদিকে রোববার (২২ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। দুই দিনের অধিবেশনের শুরুতে জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২০
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।