ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আগরতলা ইমিগ্রেশনে যাতায়াত বন্ধ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আগরতলা ইমিগ্রেশনে যাতায়াত বন্ধ .

ঢাকা: ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশন পয়েন্ট দিয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত যাতায়াত বন্ধ থাকবে। এ সময়ে বাংলাদেশে থাকা ভারতের নাগরিকরাও সেখানেও যেতে পারবেন না।

রোববার ( ২২ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ত্রিপুরা রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২২ মার্চ থেকে ৩১ মার্চ মধ্য রাত পর্যন্ত আগরতলা ইমিগ্রেশন চেক পয়েন্ট দিয়ে ভারতীয় নাগরিকসহ সব যাত্রীর যাতায়াত স্থগিত করা হয়েছে।

কোভিড-১৯ মোকাবিলায় সতর্কতার জন্য ত্রিপুরা রাজ্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
টিআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।