ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রায়গঞ্জে ট্রাকচাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২০
রায়গঞ্জে ট্রাকচাপায় গার্মেন্টস শ্রমিক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় শফিকুল ইসলাম (২৭) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শফিকুল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মতিউর রহমানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান জানান, গার্মেন্টস শ্রমিক শফিকুল তার কর্মস্থল গাজীপুর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। আন্তঃজেলা বাস বন্ধ থাকায় বিভিন্ন পরিবহনে ভেঙে ভেঙে করে আসছিলেন তিনি। ভোরে ভূইয়াগাঁতী বাসস্ট্যান্ডে এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান শফিকুল। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।