ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ৯ বাড়ি ‘লকডাউন’

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২০
সাভারে ৯ বাড়ি ‘লকডাউন’

সাভার (ঢাকা): সিলেটের সুনামগঞ্জ এলাকা থেকে তাবলীগ করে ১১ জন ব্যক্তি সাভারে ফেরায় করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে পৌর এলাকার নয় বাড়ি ‘লকডাউন’ করার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) রাতে সাভার পৌরসভা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে থাকা বাড়িগুলো ‘লকডাউন’ করা হয়।

ওই ওয়ার্ডে নারী কাউন্সিলর সানজিদা সারমিন মুক্তা বাংলানিউজকে জানান, গত দু’দিন আগে সিলেটের সুনামগঞ্জ এলাকা থেকে তাবলীগ-জামাত করে ১১ জন ব্যক্তি ওই সাভারের ৩ নম্বর ওয়ার্ডে ফিরেছেন।

তাই করোনার প্রাদুর্ভাব ঠেকাতে উপজেলা প্রশাসনের নির্দেশে ওয়ার্ডের নয় বাড়ি ‘লকডাউন’ করে দেওয়া হয়েছে। প্রতিটি বাড়ির সামনে লাগিয়ে দেওয়া হয়েছে লাল কাপড়।  

লকডাউন থাকা বাড়িগুলোর মানুষের খাবারের যদি কোনো সমস্যা হয়, তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের খাবারের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।