ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় কলোনিতে আগুন, ৮ কক্ষ পুড়ে ছাই

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
আশুলিয়ায় কলোনিতে আগুন, ৮ কক্ষ পুড়ে ছাই

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি শ্রমিক কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কলোনির প্রায় ৮টি টিনসেড কক্ষ পুড়ে গেছে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাত ১০টা ৪৫ এর দিকে পলাশবাড়ী এলাকার কামাল গার্মেন্টস এলাকার সানাউল হক নামে এক ব্যক্তির কলোনিতে এ আগুনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ব্যাপারে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে চারটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আগুনে শ্রমিক কলোনির প্রায় ৮টি কক্ষ পুড়ে গেছে। এছড়া প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সময়: ০৪৫২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।