ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনা: বরিশালের নদীপথে র‌্যাবের প্রচারণা ও টহল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
করোনা: বরিশালের নদীপথে র‌্যাবের প্রচারণা ও টহল শুরু

বরিশাল: বরিশালে করোনা সংক্রমণ রোধে নদ-নদীর তীরবর্তী মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে র‌্যাব-৮’র সদস্যরা। এ প্রচারনায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কীর্তনখোলা নদীর ডিসিঘাট থেকে এই প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এসময় র‌্যাবের পক্ষ থেকে করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানানো হয়।

পাশাপাশি সন্ধ্যার পর কোনোভাবেই ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানান র‌্যাব সদস্যরা।

র‌্যাবের সচেতনতামূলক প্রচারণা-১

র‌্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর মো. জাহাঙ্গীর আলম জানান, করোনার চলমান পরিস্থিতিতে নদীপথে বাইরের জেলা থেকে যাতায়াত করে বলে এটা ঠেকাতে তারা জেলার নদীপথে টহল অব্যাহত রাখবেন। এছাড়াও বিশেষ করে ঘাট এলাকাগুলোতে সর্তকতামূলক প্রচারণা চালানো হচ্ছে। সরকারি নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে অমান্যকারীদের বিরুদ্ধে।

এদিকে বরিশাল সদর ছাড়াও শনিবার সকাল থেকে জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদী এলাকায় সচেতনতামূলক প্রচারণা অভিযান চলেছে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানান র‌্যাব কর্মকর্তারা।

র‌্যাবের সচেতনতামূলক প্রচারণা-২

উল্লেখ্য সড়কপথে র‌্যাব, পুলিশসহ সশস্ত্রবাহিনীর তৎপরতার কারণে গত কয়েকদিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে মানুষ নদীপথে ঝুঁকি নিয়ে লুকিয়ে ঝুঁকিপূর্ণ নৌযানে বরিশালসহ দক্ষিণের জেলায় আসছে। যা এখানকার বাসিন্দাদের মাঝে আতঙ্কের সৃষ্টি করছে। প্রশাসন এসব ব্যক্তিদের সন্ধান পেলে তাদের হোম কোয়ারেন্টিনে পাঠিয়ে বাড়ি লকডাউন করে দিচ্ছে। তবে নৌ-পথে অবাধ যাতায়াত রোধে নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পরেনি। আর এ অবাধ যাতায়াত রোধে আজ থেকে র‌্যাব উদ্যোগী হয়ে নৌপথে তাদের অভিযান শুরু করলো।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২০
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।