ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খুলনায় সড়ক থেকে ব্যারিকেড সরানোর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
খুলনায় সড়ক থেকে ব্যারিকেড সরানোর নির্দেশ খুলনার বিভিন্ন স্থানের বাসিন্দারা প্রশাসনের অনুমতি ছাড়াই সড়কে ব্যারিকেড তৈরি করে রেখেছেন।

খুলনা: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে খুলনার বিভিন্ন স্থানের বাসিন্দারা প্রশাসনের অনুমতি ছাড়াই সড়কে ব্যারিকেড তৈরি করে রেখেছেন। সড়কে বাঁশ পুতে বা অন্য উপকরণ দিয়ে ব্যারিকেড তৈরি করায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনা মহানগরী ও জেলার বিভিন্ন সড়কে দেওয়া এসব ব্যারিকেড অপসারণের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। অন্যথায় যারা ব্যারিকেড দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে খুলনা জেলা প্রশাসক মো. হেলাল হোসেন এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, নগরী ও জেলার বিভিন্ন সড়কে ব্যক্তি উদ্যোগে বাঁশ বা অন্য উপকরণ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করা হচ্ছে। জেলা ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ ধরনের কর্মকাণ্ড সম্পূর্ণভাবে বেআইনী। অবিলম্বে এসব ব্যারিকেড সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। অন্যথায় ব্যারিকেড সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা (জেল, জরিমানা ইত্যাদি) নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।