সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এস পি সুজয় সরকার বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে আবারও বিক্রয় করে আসছিলো।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।
তিনি জানান, ইতোমধ্যে বিপুল পরিমাণ ব্যবহৃত মাস্ক-গ্লাভস জব্দ করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
পিএম/আরআইএস