ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবহৃত মাস্ক-গ্লাভস বিক্রি, র‌্যাবের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
ব্যবহৃত মাস্ক-গ্লাভস বিক্রি, র‌্যাবের অভিযান ব্যবহৃত মাস্ক-গ্লাভস বিক্রি, র‌্যাবের অভিযান।

ঢাকা: রাজধানীর পান্থপথে ব্যবহৃত মাস্ক, হ্যান্ড গ্লাভস সংগ্রহ করে পুনরায় বিক্রয়কারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এ এস পি সুজয় সরকার বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ আতঙ্কের সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন স্থান থেকে ব্যবহৃত মাস্ক ও হ্যান্ড গ্লাভস সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে আবারও বিক্রয় করে আসছিলো।  

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসুর নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে বিপুল পরিমাণ ব্যবহৃত মাস্ক-গ্লাভস জব্দ করা হয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।