ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় অস্ত্র-গুলিসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
উল্লাপাড়ায় অস্ত্র-গুলিসহ আটক ২

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। 

 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ এর কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

আটকরা হলেন- পাবনার ভাঙ্গুরা থানার বাগুয়ান গ্রামের আবু বক্করের ছেলে আনছার আলী (৩১) ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাজমান গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিন (৩৬)।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার উল্লাপাড়া উপজেলার সাতভিলা গ্রামের পাকা রাস্তায় অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় একটি বিদেশি রিভলবার, আট রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইলফোন। এ ঘটনায় আটকদের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।