ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় সুনামগঞ্জগামী ৪৬ যাত্রীসহ ট্রাক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
ফতুল্লায় সুনামগঞ্জগামী ৪৬ যাত্রীসহ ট্রাক আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ৪৬ যাত্রীসহ সুনামগঞ্জগামী একটি ট্রাক আটক করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) দিনগত রাত সাড়ে ১১টায় ওই ট্রাক আটক করে ফতুল্লা মডেল থানা পুলিশ। পরে আটক যাত্রীদের যার যার ঠিকানায় পাঠানো হয়।

 

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, রাতে ফতুল্লার তক্কারমাঠ থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাকে ৪৬ জন যাত্রী রওনা দিচ্ছে এমন সংবাদ পেলে অভিযান চালানো হয়। সে সময় যাত্রীসহ ট্রাকটিকে আটক করা হয়। পরে ওই যাত্রীদের নিজ নিজ ঠিকানায় ফেরত পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২০
এমইউএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।