ওই প্রতিবেদনে বলা হয়েছে, খুনি আব্দুল মাজেদের মতো পরিচয় পরিচয় গোপন করে শেখ মুজিবের আরেক খুনিও দীর্ঘদিন পশ্চিমবঙ্গে আশ্রয় নিয়ে আছেন বলে দাবি করেছেন বাংলাদেশের গোয়েন্দা সূত্র। মাজেদকে জেরা করে তারা এ বিষয়ে তথ্য পেয়েছেন।
অন্য এক সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, মাজেদ আটক হওয়া মাত্রই নিজের মৃত্যু সংবাদ ছড়িয়ে গা ঢাকা দিয়েছেন সাবেক সেনা অফিসার মোসলেহউদ্দিন।
সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে আনন্দবাজার জানায়, ভারতের গোয়েন্দাদের একটি সূত্রের দাবি, লকডাউনের সময় এ দেশ থেকে মোসলেহউদ্দিনকে গ্রেফতার করে নিয়ে যাওয়ায় সমস্যা হতে পারে বলে ঢাকা বিষয়টি ভারতের গোয়েন্দাদের জানায়। ভারতীয় গোয়েন্দারা এই খুনিকে কার্যত তাড়িয়ে সীমান্তের কোনও একটি অরক্ষিত এলাকা দিয়ে বাংলাদেশের গোয়েন্দাদের হাতে তুলে দিয়েছেন। তবে সরকারিভাবে কিছুই স্বীকার করা হয়নি। গোয়েন্দা সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার একটি আধাশহরে ইউনানি চিকিৎসক সেজে বাসা ভাড়া নিয়ে বাস করছিলেন মোসলেহউদ্দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুজিবের বাড়িতে হানা দেওয়া দলটির সামনের সারিতে ছিলেন মোসলেহউদ্দিন। অনেকের দাবি, এই মোসলেহউদ্দিনই মুজিবকে গুলি করেছিলেন।
বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
টিআর/এমএইচএম