ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রামগতিতে একরাতে দুই ধর্ষণ, অভিযুক্ত দুই যুবক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
রামগতিতে একরাতে দুই ধর্ষণ, অভিযুক্ত দুই যুবক কারাগারে

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একরাতে বাকপ্রতিবন্ধী এক কিশোরী ও প্রেমিক কৌশলে ডেকে নিয়ে প্রেমিকাকে ধর্ষণের পৃথক দুইটি ঘটনা ঘটেছে। ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

পুলিশ জানায়, বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে রোববার (১৯ এপ্রিল) রাতে পুলিশ উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার হোসেন ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে প্রতিবন্ধী ওই কিশোরী (১৬) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যায়। এ সময় ওৎপেতে থাকা প্রতিবেশী হোসেন তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে রামগতি থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

অপরদিকে, রামগতির বয়ারচর এলাকায় এক প্রেমিকাকে (১৮) ধর্ষণের অভিযোগে রাশেদ উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাকে করাগারে পাঠানো হয়।

এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার চরগাজী ইউনিয়নের বয়ারচর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। রাশেদ ওই এলাকার বেলাল উদ্দিনের ছেলে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে রাশেদ প্রেমিকাকে কৌশলে বাড়ির পাশের একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার নির্যাতনের শিকার ওই তরুণী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদকে গ্রেফতার করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, পৃথক দু’টি ধর্ষণের ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে। অভিযুক্ত দুই আসামিকে গ্রেফতার করে আদালতে মাধ্যম্যে কারাগারে পাঠানো হয়েছে। কিশোরী ও তরুণীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।