ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
ফরিদপুরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত 

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মো. শহীদ মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

এদিকে সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম জানান, ওই গ্রামের জাহাঙ্গীর মাতুব্বর ও শাহজাহান মাতুব্বরের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে কোন্দল চলছিল। এরই সূত্র ধরে আজ উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে শহীদ মাতুব্বর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

এদিকে সংঘর্ষে লিপ্ত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।