ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে প্রস্তুত হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
বরিশালে প্রস্তুত হচ্ছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার

বরিশাল: বরিশালে প্রথমবারের মতো করোনা আক্রান্তদের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার প্রস্তুত করা হচ্ছে। এরই মাঝে এ নিয়ে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নগরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট’র (পিটিআই) আওতাধীন দুটি হোস্টেলকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসেবে গড়ে তোলার কাজ শুরু হয়েছে। শের-ই-বাংলা ও আহসান হাবীব নামের এ দুই পুরুষ হোস্টেলের ২৬টি কক্ষে ৫২ জনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করা যাবে।

 

করোনা ভাইরাসের সতর্কতা হিসেবে আগাম প্রস্তুতি ও আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে পর্যায়ক্রমে বরিশাল জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আরও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার হিসেবে প্রস্তুত করার কাজ চলছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের মিডিয়া সেল।

গত ১২ এপ্রিল প্রথমবারের মতো জেলায় করোনা আক্রান্ত শনাক্ত হয়। এ পর্যন্ত এ জেলায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া বরিশালের মুলাদীতে শনাক্ত হওয়ার আগে করোনায় একজনের মৃত্যু হয়।

এ অঞ্চলে করোনা প্রতিরোধের প্রসঙ্গে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই শনাক্ত ব্যক্তিদের বসবাসের এলাকা নিশ্চিত করে লকডাউন প্রক্রিয়া চালানো হয়ে থাকে। পাশাপাশি করোনা শনাক্তদের অবস্থান, যাতায়াতের স্থান ও সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।