ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

নবজাতকের মরদেহ ফেলতে গিয়ে যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
নবজাতকের মরদেহ ফেলতে গিয়ে যুবক আটক আটক

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় পলিথিনে মুড়ে নবজাতকের মরদেহ ফেলতে গিয়ে রমজান নামের এক ব্যক্তি আটক হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) মিরপুর-১০ নম্বর সেকশনে রক্তমাখা পলিথিন হাতে ওই যুবককে দেখে সন্দেহ হলে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান,  জরুরি সেবা ৯৯৯ এ ফোন করে কেউ একজন বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহসহ ওই যুবককে আটক করে।

আটক যুবকের বরাত দিয়ে পুলিশ জানায়, মিরপুর-১০ নম্বরের বুশরা ক্লিনিকের একজন রমজানকে ডেকে নিয়ে ওই পলিথিনটি ফেলে দেওয়ার জন্য দিয়েছেন। এর বিনিময়ে তাকে ৩০০ টাকা দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ক্লিনিকে গর্ভপাতের পর অপরিণত শিশুটির মরদেহ ফেলে দিতে রমজানকে দায়িত্ব দেওয়া হয়েছিল।

ওসি বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০ 
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।