ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

করোনার ভয় পেছনে ফেলে চাকরি বাঁচাতে ঢাকায় ছুটছেন তারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
করোনার ভয় পেছনে ফেলে চাকরি বাঁচাতে ঢাকায় ছুটছেন তারা শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতেও শ্রমিকরা ঢাকার পথে

সিরাজগঞ্জ: করোনা সংকট কাটেনি, চালু হয়নি গণপরিবহনও। করোনার ভয় ঠেলে, চাকরি বাঁচাতে তবু্ও  জীবনের ঝুঁকি নিয়েই ঢাকায় ছুটছেন পোশাক শ্রমিকরা।

শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতেও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় শত শত পোশাককর্মীর ভিড় দেখা যায়। বাস চলাচল বন্ধ থাকায় ট্রাকে গাদাগাদি করেই যেতে হচ্ছে তাদের।

রাতের কারণে দেড় থেকে দুইগুন ভাড়াও গুনতে হচ্ছে শ্রমিকদের।  

কালাম, শফিক, উর্মি, আল্পনা ও রাইসুলসহ বেশ কয়েকজন শ্রমিক রাত ১১ টা থেকে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তারা একটি মিনি পিকআপ ভ্যানে চেপে কর্মস্থলের উদ্দেশ্য রওনা হন। খোলা ট্রাকেও তিন’শ টাকা ভাড়া দিতে হচ্ছে বলে জানান তারা।

তারা বলেন, রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে গার্মেন্টস চালু হবে। সকাল ৮টার মধ্যে কারখানায় পৌঁছাতে হবে। তা না হলে সুপার ভাইজারের বকা শুনতে হবে। চাকরিও হারাতে হতে পারে। তাই কষ্ট হলেও রাতেই রওনা দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে করোনা আতঙ্কও ভুলে গছেন এসব শ্রমিকরা।    

সায়দাবাদ এলাকার ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যার পর উত্তরবঙ্গ থেকে আসা ট্রাক, লরি ও মাইক্রোবাসে যাত্রী নিয়ে  ঢাকার দিকে যেতে শুরু করে। রাতে এর পরিমাণ আরও বাড়তে থাকে। গভীর রাত পর্যন্ত হাজার হাজার যাত্রী বোঝাই ট্রাক সেতু পার হয়। এমনকি পণ্যবাহী যানবাহনগুলোতেও যাত্রীর ভিড় দেখা যায়। পোশাককর্মীরা সামাজিক দুরত্ব মানা তো দূরে থাক ট্রাক-মাইক্রোবাসে গাদাগাদি করেই গন্তব্যের দিকে ছুটছেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, রোববার পোশাক কারখানা খুলে দেওয়া হচ্ছে। এ কারণে ট্রাকে চেপেই ঢাকায় ছুটছেন পোশাক শ্রমিকরা।  

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, ২৬ এপ্রিল, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।