ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইট ৭ মে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বিশেষ ফ্লাইট ৭ মে

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য দ্বিতীয় দফায় আরও একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৭ মে এ বিশেষ ফ্লাইট ঢাকা থেকে ছাড়বে। 

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার অস্ট্রেলিয়ার হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রায় ৩০০ নাগরিক দ্বিতীয় দফায় ঢাকা ছাড়ার জন্য নিবন্ধন করেছেন।

তাদের জন্য এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

এর আগে প্রথম দফায় গত ১৬ এপ্রিল ২৯০ জন অস্ট্রেলিয়ার নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন। তখন তারা শ্রীলঙ্কান এয়ারে ঢাকা ছেড়েছিলেন। এবারও শ্রীলঙ্কান এয়ারে অস্ট্রেলিয়ার নাগরিকরা ঢাকা ছাড়বেন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
টিআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।