ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে ১১ প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
বরিশালে ১১ প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা

বরিশাল: বরিশালে নানা অপরাধের কারণে ১১ প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে ৯০ হাজার ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন স্থানে পৃথক তিনটি অভিযানে এ জরিমানা করা হয়।

র‌্যাব ও পুলিশের সহযোগিতায় সোমবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, মো. মারুফ দস্তগীর ও মো. আতাউর রাব্বি নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় স্বাভাবিক মূল্যের চেয়ে বাড়তি মূল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং নিরাপদ শারীরিক দূরত্ব বজায় না রাখায় ৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠান  ও ১ ব্যাক্তিকে মোট ৭৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানার নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৪টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ১১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২০
এমএস/ এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।