সোমবার (২৭ এপ্রিল) এনআইডি মহাপরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ সাইদুল ইসলাম ঘোষণা দেওয়ার পর এক দিনেই ৬০ হাজার নাগরিক নিজের এনআইডি ডাউনলোড করে নিয়েছেন।
আরও পড়ুন>>এনআইডি কপি অনলাইনে দিচ্ছে ইসি
ইসির এনআইডি অনুবিভাগের কমিউনিকেশন শাখার অফিসার ইনচার্জ স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান মঙ্গলবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, NID online services এর যে প্রচার ও প্রসার হয়েছে তার ফলশ্রুতিতে এখন পর্যন্ত ৬০ হাজার এর অধিক NID online copy download হয়েছে। আমরা জনগণের সেবা নিশ্চিতকরণ এ বদ্ধ পরিকর।
‘লকডাউন’ চলায় বর্তমানে নির্বাচন কমিশন নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে অনলাইন, মোবাইলের এসএসএম ও কলসেন্টারের মাধ্যমে সেবাদান করছে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২০
ইইউডি/এএটি