ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন সুইডেনের পতাকা

ঢাকা: বাংলাদেশের পোশাক খাতের কোনো অর্ডার বাতিল করবে না সুইডেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ কথা জানিয়েছেন সুইডেনের প্রধানমন্ত্রী স্তেফান লোভিয়া।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে একথা বলেন সুইডেনের প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বলেন, সব স্বাস্থ্যবিধি মেনে রফতানিমুখী পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০ 
এসকে/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।