ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কয়েল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মে ১, ২০২০
বগুড়ায় কয়েল কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা .

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) নকল লোগো ব্যবহার করে অবৈধভাবে মশার কয়েল তৈরি করায় ‘নিমপাতা জাম্বু মশার কয়েল’ কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (০১ মে) দুপুরে সদর উপজেলার উত্তর ফুলবাড়ী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিএসটিআই ’র নকল লোগো ব্যবহার করে নিমপাতা জাম্বু মশার কয়েল তৈরি ও বিক্রি করার অপরাধে কারখানার মালিক সারোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ১০০ কার্টুন কয়েল জব্দ করে করতোয়া নদীর তীরে ধ্বংস করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা প্রকৌশলী জোনায়েদ আহম্মেদ, পরিদর্শক জুলফিকার রহমান, বগুড়া পৌরসভার স্যানেটারি পরিদর্শক শাহ আলী খান ও পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ০১, ২০২০
কেইউএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।