শুক্রবার (০১ মে) দুপুরে সদর উপজেলার উত্তর ফুলবাড়ী এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিএসটিআই ’র নকল লোগো ব্যবহার করে নিমপাতা জাম্বু মশার কয়েল তৈরি ও বিক্রি করার অপরাধে কারখানার মালিক সারোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআই’র কর্মকর্তা প্রকৌশলী জোনায়েদ আহম্মেদ, পরিদর্শক জুলফিকার রহমান, বগুড়া পৌরসভার স্যানেটারি পরিদর্শক শাহ আলী খান ও পুলিশ সদস্যরা।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ০১, ২০২০
কেইউএ/আরআইএস