ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬১৫টি প্রতিষ্ঠান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মে ২, ২০২০
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত ৬১৫টি প্রতিষ্ঠান ছবি: সংগৃহীত

ঢাকা: করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় দেশের ৬৪ জেলায় ৬১৫টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এ সব প্রতিষ্ঠানে ৩০ হাজার ৯৫৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সেবা প্রদান করা যাবে।

শনিবার (২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হোম কোয়ারান্টিনে আছেন ১ হাজার ১৮২ জন।

হাসপাতাল ও অন্যান্য প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ১৬২ জনসহ মোট কোয়ারিন্টিনে আছেন ১ হাজার ৫৪৩ জন।  

এখন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকাদের মোট সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৪৪৩। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ১ লাখ ২১ হাজার ৩৪৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৫৯ হাজার ৯৪ জন।

বিজ্ঞতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৬৮ জন। বর্তমানে আইসোলেশন রয়েছেন ১ হাজার ৬৩২ জন।

বিজ্ঞতিতে বলা হয়, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ১৯৩টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৮২৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬টি।

আইইডিসিআরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৭৫ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭৯০ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৭ জন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মে ২, ২০২০
পিএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।