ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ ২ শিকারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২, ২০২০
সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদসহ ২ শিকারি আটক

বাগেরহাট: সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ডিমের চর এলাকা থেকে হরিণ শিকারের ফাঁদসহ দুই শিকারিকে আটক করা হয়েছে।

শনিবার (০২ মে) বিকেলে এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের ফজলুল হকের ছেলে মো. মনির (২৬) ও একই উপজেলার পদ্মা গ্রামের আব্দুল খালেক মুন্সির ছেলে মো. শফিক (২৮)।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. বেলায়েত হোসেন বলেন, শুক্রবার (০১ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা দুইজন হরিণ শিকারিকে আটক করে। সেসময় তাদের কাছ থেকে ১২৫০ ফুট হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।