রোববার (৩ মে) দুপুর ১টার সময় পোর্ট থানা পুলিশ তাকে যশোর নিয়ে যায়।
পুলিশের একটি সূত্রে জানা যায়, সাংবাদিক কাজলকে বেনাপোল থেকে যশোর ডিবি অফিসে নিয়ে যাওয়া হবে।
এদিকে ফটো সাংবাদিক কাজলকে পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ও নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান জিজ্ঞাসাবাদ করেন। এ ব্যাপারে স্থানীয় কোনো সংবাদকর্মীকে সুনির্দিষ্ট কিছু বলেননি তারা। তবে তারা জানিয়েছেন বিজিবির করা অবৈধ পারাপারের মামলায় তাকে যশোরে পাঠানো হয়েছে।
এর আগে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাতপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ( শনিবার ২ মে) রাতে টহলের সময় দেখতে পান ভারত থেকে অবৈধভাবে একজন ফিরছেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ০৩, ২০২০
আরএ