ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজাপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা-ওষুধ বিতরণ সেনাবাহিনীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ৭, ২০২০
রাজাপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা-ওষুধ বিতরণ সেনাবাহিনীর

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের মধ্য দিয়ে সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্যসেবা  ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনী। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে রাজাপুর সরকারি কলেজ মাঠে ৭ পদাতিক ডিভিশনের সৌজন্যে বরিশাল সিএমএইচ’র পরিচালনায় ও ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্য ক্যাম্প আয়োজিত হয়।  

ক্যাম্পের নেতৃত্বে থাকা মেজর ডা. শারমিন হক জানান, এ ক্যাম্পিংয়ের মধ্য দিয়ে সাধারণ মানুষকে বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসা, ওষুধ ও ডাক্তারি পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ধরনের সেবা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের অধিনায়ক (পিএমসি) লে. কর্নেল মো. সারওয়ার ই আলম।

দেশে চলমান করোনা সংকটকালে সোনাবাহিনীর এ ধরনের চিকিৎসা সেবায় খুশি স্থানীয় মানুষ।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।