ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে ৫ বস্তা চাল জব্দ, ইউপি সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, মে ৮, ২০২০
চরফ্যাশনে ৫ বস্তা চাল জব্দ, ইউপি সদস্য আটক

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় সরকারি চাল মজুদের অভিযোগে কামাল হোসেন নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে জেলে পুনর্বাসনের ৫ বস্তা চাল। 

বৃহস্পতিবার (৭ মে) রাতে সহকারী কমিশনার শাহিন মাহমুদ উপজেলার আহম্মদপুর ইউনিয়নে এ অভিযান চালান। আটক কামাল ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, চাল জব্দের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে  দুলারহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নম্বর-৫। ইউপি সদস্যকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি জানান, বৃহস্পতিবার রাতে চরফ্যাশন উপজেলা সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন মাহমুদ অভিযান চালান।  

এ সময় আহম্মদপুর ইউনিয়নের একটি বাড়ি থেকে ৫ বস্তা চাল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মেম্বারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, মে ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।