শনিবার (৯ মে) সংগঠন থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তাজ নাহার রিপনকে আহ্ববায়ক করে সাত সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাকালীন এই পরিস্থিতিতে আমরা সাধ্যানুযায়ী জনগণের পাশে আছি। সারাদেশে ছাত্র সমাজকে আমরা জনগণের পাশে থাকার আহ্বান জানাই। পাশাপাশি সরকারের কাছে অবিলম্বে পাঁচ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। এই পাঁচ দফা দাবিতে আগামী ১০ মে সারাদেশে প্রতীকী মানববন্ধন ও স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
দফাগুলো হলো, শিক্ষার্থীদের মেস ভাড়া পরিশোধের জন্য রাষ্ট্রীয় বরাদ্দ ঘোষণা করা; এক বছর সকল শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ফি মওকুফ ঘোষণা করে সরকারকে দায়িত্ব নিতে হবে; বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছয় মাসের বেতন ফি মওকুফ ও শিক্ষক কর্মচারীদের যথা সময়ে বেতন প্রদান করতে হবে; সরকারি উদ্যোগে সকল শ্রমজীবী-নিন্মবিত্তদের জন্য আগামী তিন মাসের খাদ্যসামগ্রী বিনামূল্যে সরবরাহ করতে হবে; এবং করেনা টেস্টের সংখ্যা বাড়ানো ও ডাক্তার-নার্সদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, মে ০৯, ২০২০
এইচএমএস/এনটি