রোববার (১০ মে) ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন এবং ঢাকা মহানগর কমিটির সভাপতি মো. আলী মোল্লা, হাজী মোস্তফা কামাল ও মো. বাবুল ব্যাপারী এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
বিবৃতিতে জানানো হয়, সরকার ঘোষিত সরকারি ছুটিতে দেশের সব দোকান এবং মার্কেট বন্ধ রাখার কথা বলা হয়েছে।
ছুটি ঘোষণার পাশাপাশি দোকান কর্মচারীদের মার্চ ও এপ্রিল মাসের বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি করেন এবং এ ব্যাপারে বাংলাদেশ দোকান মালিক সমিতির বক্তব্য প্রত্যাশা করেন দোকান কর্মচারী ফেডারেশনের নেতারা।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, মে ১০, ২০২০
ইএআর/ওএইচ/