ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলে আটক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মে ১০, ২০২০
ধামরাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে স্ত্রী-ছেলে আটক

ধামরাই(ঢাকা): ঢাকার ধামরাইয়ে পারিবারিক কলহের জেরে মতিয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে।  

রোববার (১০ মে) সকালে এ ঘটনায় তাদের আটক করেছে পুলিশ। এর আগে ভোর রাতে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

আটকরা হলেন-মতিয়ারের স্ত্রী কাজলী বেগম (৪০) ও ছেলে রবিন হোসেন।

পুলিশ জানায়, অভিযুক্ত কাজলী বেগমের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ ছিলো। এ নিয়ে স্বামীর সঙ্গে তার কলহ লেগেই থাকতো। এছাড়া মতিয়ারের সঙ্গে ছোট ছেলে রবিনেরও নানা বিষয়ে ঝগড়া লেগে থাকতো। এ ঘটনার জেরেই মতিয়ারকে ভোর রাতে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান বলেন, অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ১০ মে, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।