ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় হাফেজদের খাদ্য সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ১০, ২০২০
ভোলায় হাফেজদের খাদ্য সহায়তা

ভোলা: করোনার প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ভোলা জেলা পরিষদের পক্ষ থেকে ১০০ কোরআনে হাফেজদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) ভোলা জেলা পরিষদ চত্বরে শারীরিক নিরাপদ দূরত্ব মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় তাদের হাতে সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ।

 

বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা প্রেস ক্লাব সেক্রেটারি অমিতাভ অপু, ভোলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস।  

উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, বুট, আলু, চিনি, তেল, পেঁয়াজ, চিনি ও খেজুর ।

চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এর মধ্যে কোরআনে হাফেজরাও এক রকম কর্মহীন হয়ে পড়েছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সব কর্মহীনদের পাশাপাশি হাফেজদের পাশেও দাঁড়িয়েছি।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।