রোববার (১০ মে) ভোলা জেলা পরিষদ চত্বরে শারীরিক নিরাপদ দূরত্ব মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় তাদের হাতে সামগ্রী তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু ।
বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহামুদুর রহমান, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলাদার, ভোলা প্রেস ক্লাব সেক্রেটারি অমিতাভ অপু, ভোলা ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল কুদ্দুস।
উপহার সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, বুট, আলু, চিনি, তেল, পেঁয়াজ, চিনি ও খেজুর ।
চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এর মধ্যে কোরআনে হাফেজরাও এক রকম কর্মহীন হয়ে পড়েছেন। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে সব কর্মহীনদের পাশাপাশি হাফেজদের পাশেও দাঁড়িয়েছি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মে ১০, ২০২০
এসআরএস